পাকিস্তানে টিকা কর্মসূচিতে হামলা, শিশুসহ নিহত ৯

1

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৯ জন। এদের মধ্যে ৫ জনই শিশু। আহত হয়েছে আরও ২৯ জন। শুক্রবার (১ নভেম্বর) সকালে মেয়েদের স্কুলের কাছে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। শুক্রবারের এই হামলার লক্ষ্য ছিল একটি পোলিও টিকাদান কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। সিনিয়র পুলিশ সুপার রেহমত উল্লাহ বলেছেন, পোলিও টিকাদান দলের সদস্যদের নিতে যাচ্ছিল পুলিশ ভ্যানটি। ওই বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা ও এক দোকানদারও নিহত হন বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল ফাতাহ। কালাত জেলা প্রশাসক নাইম বাজাই জানিয়েছেন, বিস্ফোরণে পাঁচ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে। বিস্ফোরণটি একটি মোটরসাইকেলে সংযুক্ত ই¤েপ্রাভাইজড ডিভাইসের মাধ্যমে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।