স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ দলের পাকিস্তান সফর শেষ হয়েছে রোববার। গতকালই দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে পৌছেছে লিটন দাসের দল। সিরিজ চলাকালীন সময়ে পাকিস্তানে গিয়েছিলেন তামিম ইকবাল। পরে সাবেক এই অধিনায়ক মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। জানিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার কারণও। কিছুদিন আগে বাংলাদেশে একটি ব্যাট কোম্পানির শো-রুম দিয়েছেন তামিম। মূলত পাকিস্তানে সেই সিএ ব্যাটের ফ্যাক্টরিতেই গিয়েছিলেন তিনি।
তামিম বলছিলেন, ‘আমি ব্যবসা করে তো প্লেন কিনতে পারবো না, বাড়ি করতে পারব না। এটা আমার খুবই শখের একটা জিনিস। আমি অবসর নেওয়ার পরে ওরা (সিএ) একটা ব্যাট বানাচ্ছে। আমার যারা ফ্যান ছিলেন আমার খেলা পছন্দ করতেন তাদের জন্য তৈরি করা। এই ব্যাট যারা নিবেন কিনবেন তারা একটা মেমোরি হিসেবে রাখতে পারবেন, তো এটাই কারণ এখানে আমার আসার।’