পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, বাসের চালক ও সহকারী রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বুধবার সকালে আর্মি পাবলিক স্কুলের ওই বাসটি যখন শিক্ষার্থীদের নিতে যাচ্ছিল, তখন সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দাশতি জানান, হামলায় অন্তত ৩৮ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক সংবাদ সম্মেলনে জানান, বাসটিতে ৪৬ শিক্ষার্থী ছিল এবং প্রাথমিক তদন্তে এটি গাড়িবাহী আইইডি বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। বুগতি বলেন, আহত শিশুদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের হেলিকপ্টারে কোয়েটায় নিয়ে আসা হয়েছে। তবে তিনি বলেন, এই হামলা কোন ধরনের তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তদন্ত চলছে।