‘পাকিস্তানের ক্রিকেটাররা ঠিক সময়ে অবসর নেন না’

25

সদ্য সমাপ্ত বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জন্য দলের সিনিয়র ক্রিকেটারদেরই দায়ী করলেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তাঁর দাবি, পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা ঠিক সময়ে অবসর নেন না। কেউ তাঁদের অবসর নিতে বলে না। ফিটনেস ও ফর্ম না থাকা সত্ত্বেও খেলে যান সিনিয়র ক্রিকেটাররা। এর প্রভাব পড়ে দলের পারফরম্যান্সের উপর। এবারের বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ চারটি ম্যাচ জিতলেও পাকিস্তানের পারফরম্যান্সে মোটেই খুশি নন ওয়াকার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে জয় পাওয়ার জন্য আমাদের যেভাবে লড়াই করতে হয়েছে, সেটা হওয়া উচিত নয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হল, দল গঠনের সময় ফিটনেস, সিনিয়রিটিসহ বিভিন্ন বিষয়ে আপস করা হয়। প্রতিবারই বিশ্বকাপের পর অধিনায়ক বদল করা হয়, কোচকে ছাঁটাই করা হয়, প্রধান নির্বাচককে সরিয়ে দেওয়া হয় এবং ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোকে দায়ী করা হয়। পাঁচ বছর আগে আমি পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য পিসিবি’র কাছে পরিকল্পনা জমা দিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি।’