স্পোর্টস ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে সাফল্য পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে পাকিস্তানের মেয়েদের ২৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাচ্ছে নিগাররা।
সোমবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটার হাফসেঞ্চুরি করতে পারেননি। ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। ১৬ বলে ২৩ রান করেন ওপেনার সাথী রানি। ১৮ বলে ২২ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। ২০ বলে ১৭ রান করেন তাজ নেহার। এতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪০ রান। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন সাদিয়া ইকবাল। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।