মুশফিক হাসান ও আহমদ শরীফের ছোবলে প্রথম দিন বিকেলেই ধসে পড়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের টপ অর্ডার। দ্বিতীয় দিন উইকেট শিকারে যোগ দিলেন আমির হোসেন। পাকিস্তানকে গুঁড়িয়ে প্রথম তিন দিনের ম্যাচে বড় লিড পেয়েছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামে শনিবার ম্যাচের দ্বিতীয় দিন স্বাগতিকদের ১১৭ রানে গুটিয়ে ৮৭ রানের লিড পায় বাংলাদেশের কিশোররা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৯। দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ এগিয়ে ২০৬ রানে। ৪৭ রানে ব্যাট করছেন অধিনায়ক নাঈম আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ১ম ইনিংস: ২০৪
পাকিস্তান অনূর্ধ্ব-১৬? দল ১ম ইনিংস: (আগের দিন ৪০/৪) ৪৫.১ ওভারে ১১৭ (আব্বাস ০, ওয়াকাস ১৫, ইবরার ৫১, আসির ০, আলিয়ান ১, আহমেদ ০, খালিদ ৭; মুশফিক ২/৩৩, আশিকুর ১/৩৩, শরীফ ৪/২৪, মাজহারুল ০/৪, আসিফ ৩/১৯)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ২য় ইনিংস: ৬২ ওভার ১১৯/৪ (অনিক ১১, তানভির ৪২, নাঈম ৪৭*, রেদওয়ান ০, আসিফ ১, লিমন ৭; আহমেদ ১/২৬, আসির ০/১, আসফাদ ২/২৮, খালিদ ১/৩৭, আলিয়ান ০/১৬)