জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি ও মহানগরীর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল একটি ধর্মীয় মাহফিল। মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত মানুষের নিকট তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, জাতি ধর্ম বর্ণ ও দল নির্বিশেষে সকলেই এ মাহফিলে অংশগ্রহণ করে থাকে। সকলকে তিনি এ মাহফিল সফল করার জন্য উদাত্ত আহবান জানান।
গতকাল রবিবার তাফসীরুল কুরআন মাহফিলের মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সাবেক উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াত নেতা ডা. ছিদ্দিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি প্রমুখ।
উল্লেখ্য, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নগরীর প্যারেড ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। মাহফিলের প্রস্তুতির অংশ হিসেবে গত ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নগরব্যাপী মাইকিং শেষ হয়েছে। গতকাল বাদ মাগরিব শহরের চকবাজার কলেজ রোড, চন্দনপুরা, চট্টেশ্বরী রোড, আন্দরকিল্লা, নিউ মার্কেট, বহদ্দারহাট, টাইগার পাসসহ গোটা শহরে থানায় থানায় মাইকিংসহ মাহফিলের সার্বিক প্রচারকাজ সম্পন্ন হয়। এছাড়া বাদ আসর মাহফিলের মঞ্চ ও ময়দানের প্রস্তুতির কাজ নেতৃবৃন্দ পরিদর্শন করেন।