পাঁচ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

1

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর ইপিজেড মোড়ে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মো. নূর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, এই দেশ আল্লাহর, এই দেশের মানুষ মুসলমান। তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা আর চলবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ জনতার ন্যায্য অধিকার আদায়ের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, এই পাঁচ দফা দাবি শুধু রাজনৈতিক নয়, এটি জাতির আত্মমর্যাদার দাবি। আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান- যাতে জনগণের রায়ই হয় দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র পথ। আমরা চাই নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, যেখানে ক্ষমতা নির্ধারণ করবে ভোট, বন্দুক নয়। আমরা দাবি জানাই জাতির খুনিদের বিচারের, যেন অন্যায়কারীরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ১ নং সদস্য আলহাজ্ব আবুল কাশেম মাতব্বর, নগর সেক্রেটারি মোহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মো. নোয়াব মিয়া এবং ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইপিজেড মোড়ে এসে সমাপ্ত হয়।