বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যা ও দেশবিরোধী প্রতিবাদে গত ১১ অক্টোবর বহদ্দারহাট মোড় হয়ে বড় গ্যারেজ হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সরকার প্রধান ভারতকে সব উজাড় করে দিয়ে আসবেন অথচ জাতীয় স্বার্থে ভারতীয় আধিপত্যবাদ তাদের দেশীয় দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করলে নেত্রীর উগ্র অনুসারীদের হাতে পিঠিয়ে মরতে হয় বুয়েটের মেধাবী প্রতিবাদী ছাত্র আবরার ফাহাদকে। এটাই কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পরাধীন জনগোষ্ঠীর নিয়তি।
পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা মোহাম্মদ মুন্নার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা রাজিব, ষোলকবহর ছাত্রদল নেতা মোহাম্মদ আকিব, শাহেদুল ইসলাম, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ রিজভী, ইভান ইসলাম, মনসুর রহমান, অভিজিৎ দাশ, মোহাম্মদ রনি তালুকদার, মোহাম্মদ রিজন প্রমুখ। বিজ্ঞপ্তি