পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

11

গত মঙ্গলবার ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির আহŸায়ক কমিটিতে ত্যাগী, কারা নির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ৪ জুন বিকেলে নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে নেতৃবৃন্দ এই পকেট কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান। পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসমাঈল বালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।
তিনি বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময়ে কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্র কায়েম করে পকেট কমিটি করা হয়েছে। বহু যোগ্য নেতা থাকতেও একজন নিস্ক্রিয় ব্যক্তিকে আহবায়ক করেছে। সভায় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, মফজল আহমেদ কোম্পানি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর, মো. ইউসুফ, আবুল বশর, হাজী মো. আলম, মো. আলমগীর, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কাজল, ওসমান গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু, প্রচার সম্পাদক মো. চান মিয়া, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজম নাজের, যুব বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস ছবুর, তাঁতী বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস, ওয়ার্ড সহ সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক মো. ফারুক, মোহাম্মদ মুছা, মহিউদ্দিন জুয়েল, নাজিম উদ্দীন নাজু, জসিম উদ্দিন মান্না, আনোয়ার হোসেন, আইয়ুব খান, মো. নাছির, আনোয়ার হোসেন সুজন, প্রমুখ। বিজ্ঞপ্তি