পাঁচলাইশে মইনউদ্দীন খান বাদলের গণসংযোগ

63

চট্টগ্রাম-৮ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দীন খান বাদলের পক্ষে নৌকার সমর্থনে গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের ওয়াজেদিয়ায় ব্যাপক গণসংযোগ করা হয়। গণসংযোগটি ওয়াজেদিয়াস্থ বাদশা কনভেনশন সেন্টার হতে শুরু হয়ে বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারণায় চালায়। এতে স্থানীয় মুরব্বী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। গণসংযোগপূর্বক সমাবেশে মইনউদ্দীন খান বাদল বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার সুযোগ করে দিন।
গণসংযোগে অংশ নেন জাসদ কেন্দ্রিয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, চসিক পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, জাসদ মহানগর সভাপতি আবু বক্কর ছিদ্দিক, পাঁচলাইশ ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল আলম, মহানগর যুবলীগ সদস্য আব্দুর রহিম, জাহাঙ্গীর সর্দ্দার, ছাত্র ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জগলুল হায়দার, এস.এম রিদুয়ান, মো. লোকমান, এস.এম নজরুল, সেলিম উদ্দিন জয়, পাঁচলাইশ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী সোহেল, আইয়ুব আলী রুবেল, মো. সেলিম, মো. মাহবুব আলম, মো. সালাউদ্দিন, ছাত্রনেতা মো. ইমরান, মো. আজিজ রুমেল, এস.এম দিদারুল আলম, মহিলা নেত্রী ফাতেমা বেগম বুলবুল, রাশেদুল ইসলাম আরমান, ফরহাদ হোসেন সয়ন, মো. জোবাইর প্রমুখ। বিজ্ঞপ্তি