চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সলর প্রার্থী আলহাজ্ব কফিল উদ্দিন খানের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা ও গণসংযোগ গতকাল ১৫ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পাঁচলাইশ মীরপুরস্থ এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক জাহাঙ্গীর সর্দ্দার। মাহবুব আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিন খান, মহানগর যুবলীগের সদস্য আবদুর রহিম, আমিন জুট মিলস সিবিএ সভাপতি আরিফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. সেলিম, যুবলীগ নেতা মো. ইসমাইল, হাজী লোকমান, মনসুর আহমেদ চৌধুরী, খাদেম আবদুস ছালাম, এসএম রিদুয়ান, আনোয়ার হোসেন, অজি উল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ নৌকা ও ট্রাক্টরে সমর্থনে পাঁচলাইশ ওয়ার্ডের বিভিন্ন এলাকা গণসংযোগ করে এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকায় ভোট দিন। আর একইভাবে পাঁচলাইশ ওয়ার্ডের উন্নয়নের ধারা বজায় রাখতে ট্রাক্টর প্রতীকে কাউন্সিলর কফিল উদ্দিন খানকে পুনরায় জয়যুক্ত করুন। বিজ্ঞপ্তি