পাঁচলাইশে কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিনের গণসংযোগ

23

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কফিল উদ্দিন খান গত ১২ মার্চ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি পাঁচলাইশ ওয়ার্ডের নজিরাবাদ, সোনাপুর, করিমগঞ্জ, চালিতাতলী, আমিন নগর, দারোগা বাড়ি, বড়বাড়ি, জানালী নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং এলাকাবাসীর কাছে তাঁর নির্বাচনী প্রতীক ট্রাক্টর মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিন খান পাঁচলাইশে ওয়ার্ডে যে উন্নয়নের জোয়ার এসেছে তা ধরে রাখতে আবারও ট্রাক্টর মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহবান জানান তিনি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল আলম, খোরশেদ আলম চৌধুরী, জাহাঙ্গীর সর্দ্দার, মোহছেন আলী, নুরুল ইসলাম, কলিম উদ্দিন কলি, শরীফ উদ্দিন. আবদুস ছালাম প্রমুখ। বিজ্ঞপ্তি