পাঁচলাইশে ঔষধ মার্কেটে হামলার অভিযোগ

1

পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেইট সংলগ্ন ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায় অবস্থিত ঔষধ মার্কেটে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৯টি ফার্মেসি ভাঙচুর করা হয় এবং দোকানের কর্মচারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। ২৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে মো. আসলাম উদ্দিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই মার্কেটে ব্যবসা করে আসা ব্যবসায়ীরা চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হয়ে আসছেন।
লিখিত বক্তব্যে মো. আসলাম উদ্দিন বলেন, আমি সৈয়দ নাফিস আহমেদের ভাড়াটিয়া হিসেবে গত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। কিন্তু সৈয়দ নিয়াজ আহমেদ (আরিফ), সৈয়দ মিরাজ আহমেদ (ওয়াসির), সৈয়দা নাফিজা এবং মো. মহিউদ্দিন আমাদের নানা সময়ে হুমকি দিয়ে আসছেন এবং দোকানে ক্রেতা এলে তাদের চলে যেতে বাধ্য করছেন। পারিবারিক একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে বর্তমানে ৩য় যুগ্ম জেলা জজ আদালতে এবং জেলা জজ আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৭ মে রাত ৮টার দিকে মো. মহিউদ্দিন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে দোকান বন্ধ করে দিতে বলেন এবং জোহরা ফার্মেসিতে তালা মেরে দেন। পরে জমিদার সৈয়দ নাফিস আহমেদ এসে তালা খুলে দিলে কিছু সময় পর রাত ১০টা ৩০ মিনিটে ওই একই চক্র ফের অতর্কিতে হামলা চালায়। দোকানদারদের মারধর করা হয়, শারীরিক নির্যাতন করা হয় এবং জুতা দিয়েও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, হামলার ঘটনার পর তারা সবাই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী মে. কামাল উদ্দিন, তপন দাশসহ অনেকে। বিজ্ঞপ্তি