পাঁচলাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

4

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। গতকাল বুধবার সকাল ১১টার দিকে পুলিশ বক্সসংলগ্ন একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকাজুড়ে ঘুরে বেড়াতেন। মানসিক ভারসাম্যহীন মনে হলেও কারও ক্ষতি করতেন না। কেউ কিছু দিলে খেতেন এবং রাতে দোকানের সামনের বারান্দায় ঘুমাতেন। কয়েকদিন ধরে তিনি আর চোখে পড়ছিলেন না। বুধবার সকালে নিথর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পাঁচলাইশ থানার এসআই হিরু বড়ুয়া বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। দুইদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলেও জানানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।
তিনি জানান, মৃতের বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।