পাঁচখাইন মহিউল উলুম এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা

1

রাউজান বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মহিউল উলুম এতিমখানা ও হেফজখানার ৪২ তম বার্ষিক সভা ও হযরত বড়পীর ছাহেব কেবলা(রহ.) এর ইছালে ছওয়াব মাহফিল এতিমখানার সভাপতি অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হজাযীর ‘সভাপতিত্বে ২৭ ফেব্রুয়ারি বাদ জোহর এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী। বক্তব্য রাখেন সমাজসেবক আবদুল হাকীম চৌধুরী, মোহাম্মদ হোসেন, আবদুল রাজ্জাক, হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাংগীর আলম, মোহাম্মদ জানে আলম, হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা রিদুয়ানুল ইসলাম, হাফেজ আহমদ হোসেন ও মোহাম্মদ আনোয়ার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বলেন, আল্লামা হাকীম মোবারক আলী হেজাযী( রহ.) দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, কলেজ ও সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান রেখে গেছেন। তার অবদানের কথা মানুষ আজীবন স্মরণ রাখবে। এতে ৬ জন হেফজ সমাপ্তকারী হাফেজে কুরআন ছাত্রকে পাগড়ি, ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রধান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি