পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের গভর্নিং বডির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন বরেণ্য শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক বাঁশখালীর কৃতিসন্তান প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। তিনি বর্তমানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার পদে কর্মরত আছেন। গত ২৪ সেপ্টেম্বর কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরীকে সভাপতি, মোহাম্মদ লোকমানকে বিদ্যোৎসাহী সদস্য ও অধ্যক্ষকে সদস্য সচিব করে এডহক কমিটি গঠন করা হয়।
প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, আমার গ্রামের প্রতিষ্ঠাতা আক্তার হোসেন, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষক একজন দক্ষ সংগঠক ও প্রশাসক। বর্ণাঢ্য পেশাগত ক্যারিয়ারের অংশ হিসেবে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এসবের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও এএফ রহমান হলের প্রভোস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি, চবি ফাইন্যান্স কমিটির সদস্য, বাঁশখালী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রতিষ্ঠাতা সিন্ডিকেট সদস্য, বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির চেয়ারম্যান প্রভৃতি উল্লেখযোগ্য।
বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তিনি বাঁশখালী ও বাঁশখালীবাসীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তিনি অভিভাবক হিসেবে পাশে থেকেছেন।