পূর্বদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে দিয়ে বলেছেন, অধিকৃত পশ্চিম তীর দখলে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের বিল পাসের পদক্ষেপ গাজায় যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিপন্ন করতে পারে। ট্রাম্পের এই পরিকল্পনার আওতায় গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। খবর বিডিনিউজের।
বুধবার ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করে নেওয়ার এখতিয়ার দিতে নেসেট একটি বিলে প্রাথমিক সম্মতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একই দিনে ইসরায়েল সফরে যান।
এই সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নেসেটে ভোট হয়েছে। তবে স্পষ্টতই আমি মনে করি, আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন- এই মুহূর্তে আমরা এমন পদক্ষেপ সমর্থন করছি না। আমরা মনে করি, এটি শান্তি চুক্তির জন্য হুমকিস্বরূপ হতে পারে।
১৯৬৭ সালে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ বলেই মনে করে। এই পশ্চিম ইসরায়েলের দখল করে রাখাটা অবৈধ বলে গতবছর রায় দিয়েছিল আন্তর্জাতিক ন্যাবিচার আদালত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পক্ষে কথা বলেছিলেন। তবে তিনি এ পরিকল্পনা এগিয়ে নেননি। কারণ, এতে মিত্রদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে পড়া এবং বহু দশকের শত্রæতার পর আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গড়ে ওঠা সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি ছিল।
ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতাসীন কোয়ালিশনের উগ্র জাতীয়তাবাদীরা বারবারই পশ্চিম তীর দখল করে নেওয়ার আহŸান জানিয়ে আসছে। যদিও এবার নেসেটে ওঠা বিলটি সরকারের বাইরের এমপি’রাই পেশ করেছেন।
বিলটি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ২৫-২৪ ভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হতে চারটি ভোট পার হতে হবে, তার মধ্যে বুধবার প্রথম ভোটটি হয়েছে। ১২০ আসনের নেসেটে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। আবার প্রধানমন্ত্রী বিলটি নিয়ে বিলম্ব করতে পারেন কিংবা এটি পরাজিতও হতে পারে তেমন সম্ভাবনাও আছে।
নেসেটে বিলটিতে প্রাথমিক সম্মতির পর ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় এর নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনি ভ‚মির ওপর ইসরায়েলের কোনও সার্বভৌমত্ব থাকতে পারে না।
পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখলে রাখার সময় ইসরায়েল প্রায় ১৬০টি বসতি এবং ৭ লাখ হাউজিং স্থাপন করেছে। সেখানে তাদের পাশাপাশি বাস করে ৩৩ লাখ ফিলিস্তিনি।
এইসব বসতি আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, পশ্চিম তীর সংযুক্তি উল্টো ফল বয়ে আনবে এবং শান্তি চুক্তির জন্য হুমকি হবে।











