পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী

133

আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয়েছে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে ঘটে প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী। গত শনিবার সকাল থেকে বিদ্যালয় অঙ্গনে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে। গানবাজনায় মেতে ওঠে কিশোরবেলা। এ সময় মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর সহপাঠীদের মধ্যে দুই একজনকে দেখে, কি রে কেমন আছিস তুই বলে কুশল বিনিময় করছিলেন পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুহাম্মদ মঈনুল আবেদীন নাজিম। তিনি গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, ইচ্ছে করে স্কুলে আবার পড়ি, বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা মনে করিয়ে দিচ্ছে কিশোর বেলার নানা স্মৃতি কথা। এতো সেদিন ১৯৯৩ সালে পালন করা হয়েছিলো বিদ্যালয়ের রজত জয়ন্তী পুনর্মিলনী। এর মাঝে সুবর্ণ জয়ন্তী এসে গেলো। জীবনের সময় দ্রুতই যেন বয়ে চলেছে। সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বাদ্যবাজনা সহকারে র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাংসদ মঈন উদ্দিন খান বাদল। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ শফিউল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। দুপুরে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষার্থীরা। বিকেলে গুনীজন সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। ১৯৬৯ সালের ১ জানুয়ারি এলাকার শিক্ষানুরাগীদের নিয়ে আমির হামজা সওদাগর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়, ১৯৭৩ সালে নবম শ্রেণিতে মানবিক বিভাগ, ১৯৭৪ সালে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু হয়।