পশ্চিম গুজরা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

1

রাউজান প্রতিনিধি

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের হযরত মাওলানা সেরাজ উদ্দিন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন- সমাজ সেবক মো. নজরুল ইসলাম, আবু সুফিয়ান, রূপন দত্ত, মোহাম্মদ জাবেদ, মো. নুর নবী, মোহাম্মদ ডালিম, জসিম উদ্দিন প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।