চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিদ্যালয় মিলনায়তনে সহকারী শিক্ষক রাসেল দাশের সঞ্চালনায় মা-সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. জাকের হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন কাউসার আকতার। আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক যথাক্রমে সুমতি দাশ, দীপিকা দাশ, ফারজানা ইয়াসমিন, লাকি রাণী বণিক, আইরিন পারভীন, বুলু আকতার, সুলতানা রাজিয়া ও অভিভাবক জান্নাত আক্তার, রোকসানা বেগম প্রমুখ। শিশুদের উপস্থিত বৃদ্ধি, ঝরেপড়া রোধ, শিখার অগ্রগতি পর্যবেক্ষণসহ নানাবিধ শিশুতোষ আলোচনা করা হয় সমাবেশে। এতে মায়েরা তাঁদের শিশুদের শিখন শেখানো বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মা-সমাবেশে মায়েরা স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ বিদ্যালয়ের উন্নয়নমুখী কার্যক্রমের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরো চমৎকৃত হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের পাশাপাশি মায়েদের ভ‚মিকা অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।