সুইজারল্যান্ডের জেনেভায় আজ শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। জার্মান ক‚টনৈতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সূত্রটি জানায়, প্রথমে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ক‚টনীতিক কাজা কালাসের সঙ্গে জার্মানির জেনেভা স্থায়ী মিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক করবেন তারা। খবর বিবিসি।
ইউরোপীয় এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্ট করে বলেননি যে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবে কি না। ফলে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জার্মান সূত্র জানিয়েছে, ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই আলোচনার লক্ষ্য হচ্ছে- ইরান নিশ্চিতভাবে তার পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে — সেই প্রতিশ্রুতি আদায় করা। আলোচনাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই অনুষ্ঠিত হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।
সূত্র আরও জানিয়েছে, এই আলোচনা শেষ হওয়ার পর বিশেষজ্ঞ পর্যায়ে একটি কাঠামোবদ্ধ সংলাপ শুরু হবে।
ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হলো তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই ক্ষমতা চিরতরে বন্ধ করা। তবে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
এদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ র্মেজ ইসরায়েলের হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। এ সপ্তাহে তিনি তেহরানকে সতর্ক করে বলেন, ইরান যদি উত্তেজনা প্রশমনে না আসে, তাহলে আরও বড় ধ্বংসের মুখোমুখি হতে পারে।
অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বুধবার ইরানের নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে নিশ্চয়তা দেওয়ার একটি সমাধানে আসার এখনও সময় আছে। আলোচনার টেবিলে আসতে কখনোই দেরি হয়ে যায় না।