নিজস্ব প্রতিবেদক
কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ। গতকাল বুধবার বিকেলে নগরীর বিবিরহাট ও এক কিলোমিটার পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, প্রত্যেক পশুর হাটে সিএমপির পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। পশুর হাটের বেপারি, ইজারাদার কিংবা ক্রেতাসাধারণ-কারও কোনও আইনি সহায়তার প্রয়োজন হলে নিয়ন্ত্রণ কক্ষে যেন যোগাযোগ করতে পারেন। বেপারিদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা যাতে কোনও ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য ইজারাদারদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত হাসিল আদায়ের কোনও অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পশুর হাটে প্রতারক চক্রের তৎপরতা ঠেকাতেও পুলিশ কাজ করছে। ব্যবসায়ীরা তাদের টাকা পরিবহনে যাতে কোনো ঝুঁকিতে না পড়েন, সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে।
পশুরহাট পরিদশৃনকালে সময় সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সিএমপি কমিশনারের সাথে ছিলেন। এর আগে গত ৩ জুন সিএমপি কমিশনার নগরীর কর্ণফুলী মইজ্জারটেক, পতেঙ্গা চরপাড়া এবং সাগরিকা পশুরহাট পরিদর্শন করেছিলেন।