পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি হাছান সদস্য সচিব ছোবাহান

1

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি চৌধুরী হাছান মাহমুদ আকবরী ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন আবদুচ ছোবাহান। ২২ জুন সকালে বিশেষ বোর্ড সভায় আট উপজেলার ১১ পরিচালকদের মধ্য থেকে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন ও কোষাধ্যক্ষ হয়েছেন বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন।
কার্যনির্বাহী কমিটি গঠনের আগে প্রথম পর্বে নতুন ও চলতি দায়িত্বে থাকা পরিচালকদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সভার দ্বিতীয় পর্বে কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে মনোনয়ন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় গোপন ব্যালটে পরিচালকগণ ভোট দিয়ে কমিটির সদস্যদের নির্বাচিত করেন।
চৌধুরী হাছান মাহমুদ আকবরী ও আবদুচ ছোবাহান টানা দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। হাছান মাহমুদ আকবরী দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (দক্ষিণ অঞ্চল) পরিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) সাকিলা খন্দকার, সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাহিদ-উল-আলম এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম-এমএস মুমিনুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী। বিজ্ঞপ্তি