চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি প্রধান বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা রোববার বিকাল ৪ঘটিকায় চকবাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ এদেশের নাম মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখা থাকবে চিরদিন।
তিনি অসম্প্রদায়িক চেতনা ধারক ও বাহক ছিলেন, দেশি-বিদেশী সকল সড়যন্ত্র মোকাবিলা করে মৃত্যুর আগপর্যন্ত এদেশের মানুষের সুখ-দুঃখের সাথী ছিলেন। সেটার প্রমাণ ছিল তাঁর মৃত্যুর পর জানাযায়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি জননেতা ছালামত আলী, মাহবুবুল আলম পিন্টু, হাজী শওকত আকবর, মোহাম্মদ আলী, শেখ আকতার উদ্দিন, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাংগঠনিকত সম্পাদক ও নগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সম্পাদক কে.এম. আবছার উদ্দিন রনি, যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল্লাহ সাইফু, এ.কে.এম নুরুল বশর সুজন, ফিরোজ কবির লিটন, সহকারী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনায়েত আলী খান, কায়সার হামিদ মুন্না, দপ্তর সম্পাদক ছগীর আহম্মদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড. মো. সেলিম, মো. নজরুল ইসলাম, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক নূর আহমদ মিঠু, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এম. আজগর আলী, নগর ছাত্রসমাজের সদস্য সচিব আবু হানিফ নোমান, সহ-যুগ্ম আহŸায়ক আরাফাত রহমান কচি, বায়েজিদ থানা বোস্তামী থানা সভাপতি মোঃ সেলিম, কোতোয়ালী থানার সভাপতি মোঃ নাছির উদ্দিন পাঞ্জাব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন খোকন, চান্দগাঁও থানার আহŸায়ক মো. সেলিম উল্লাহ, হালিশহর থানা সভাপতি হাজী জানে আলম, বন্দর থানার আহŸায়ক মোঃ সাকের, পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক নুুরুল হুদা জুজু, নগর মহিলা পার্টির সহ-সভানেত্রী প্রিয়া আকতার মুক্তা, পারুল আকতার, কোহিনুর বেগম প্রমুখ। সভা শেষে পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত টাকশাহ্ মিয়া (রহ:) শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এহসান আল কাদেরী। বিজ্ঞপ্তি