পলিথিন জব্দ কারখানা সিলগালা

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গত রবিবার বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন বন্ধে কঠোর বার্তার পর নিষিদ্ধ পলিথিন বন্ধে আবারো মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরীর ২নং গেইট কর্ণফুলি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা ও একটি ওয়াশিং কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানের নেতৃত্বে নিষিদ্ধ পলিথিন বিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাঁচাবাজারের বিভিন্ন দোকান থেকে এসব পলিথিন জব্দ করা হয়। একই সাথে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা করায় ‘কর্ণফুলী ওয়াশিং ইন্ডাস্ট্রিজ’ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। উৎপাদিত তরল বর্জ্য পরিশোধন না করায় কারখানার বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহাগরের পরিচালক সোনিয়া সুলতানা জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশপাশি ৩০ হাজার টাকা জরিমানা এবং একটি ওয়াশিং কারখানা বন্ধ করে দেয়া হয়। এসময় পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর সহকারী পরিচালক রোমানা আকতার, পরিদর্শক মো. মনির হোসেনসহ পুলিশ ও অধিদপ্তরের অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।