পলাতক গৃহকর্মী ৬ দিন পর গ্রেপ্তার

54

নগরীর বারেক বিল্ডিং মোড়ের অদূরে ফকিরহাটের নিজ বাড়িতে গৃহকর্তা তোফায়েল আহমেদ রফিক (৬০) খুনের পর পালিয়ে যাওয়া গৃহকর্মী জয়েস চাকমাকে (২৫) ছয় দিন পর গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকালে রাঙামাটির লংগদু থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করে। জয়েস রাঙামাটির বাঘাইছড়ি থানাধীন হাতিমারা ছড়া গ্রামের রাংগু চাকমার ছেলে।
প্রসঙ্গত, গৃহকর্তা তোফায়েল আহমেদ রফিক চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফের স্ত্রীর বড় ভাই। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে খ্যাতনামা মরহুম বারিক মিয়া সওদাগর ছিলেন নিহত রফিকের বাবা। গত ১৪ ডিসেম্বর নিজ বাড়িতে শয়ন কক্ষে খুন হন ব্যবসায়ী তোফায়েল আহমেদ রফিক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ খুলশীর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গৃহকর্মী জয়েস চাকমাকে গ্রেপ্তারের খবর জানান সংস্থাটির বিভাগীয় পুলিশ সুপার মো. ইকবাল। তিনি বলেন, ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে গৃহকর্তা তোফায়েল আহমেদ রফিককে খুন করে গৃহকর্মী জয়েস চাকমা। এর আগে ভুয়া কাগজপত্র জমা দিয়ে নিহত রফিকের বাসায় চাকরি নিয়েছিল জয়েস। খুনের পরপরই নগদ ১১ হাজার টাকা, একটি ক্যামেরা ও একটি মোবাইল ফোন নিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যায় জয়েস চাকমা। গ্রেপ্তারের পর তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন ও ক্যামেরাসহ নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।