‘বুড়ো’ ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। বাইসাইকেল কিক, পেনাল্টিতে পানেনকা শট, দুই গোল এবং এক অ্যাসিস্ট- পর্তুগিজ উইঙ্গারের জন্য সোনায় সোহাগা এক ম্যাচ। ৩৯ বছর বয়সী রোনালদোর (জোড়া গোল) এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে শুক্রবার উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। এটি পর্তুগালের জার্সিতে তার ১৩২তম জয়। আন্তর্জাতিক ফুটবলে এত বেশি ম্যাচ জেতার রেকর্ড আর কারও নেই। এক ম্যাচ কম জিতে দুইয়ে নেমে গেছেন স্পেনের সাবেক তারকা সের্হিও রামোস।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৫টি। আর সবমিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯১০টি। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ড।