আনোয়ারার পরৈকোড়ায় ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হরি মন্দিরের ১২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ১৫ মার্চ মন্দির প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল- সমবেত গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, অন্নপ্রসাদ আস্বাদন। হরি মন্দিরের উৎসব উদযাপন সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে ও কার্যকরী পরিষদ সহ সভাপতি নীলকান্ত দাশের সঞ্চালনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে ধর্মসম্মেলনের উদ্বোধন করেন উত্তম চক্রবর্তী। বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক হারাধন দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টাস্টি শ্রী দীপক কুমার পালিত, সংবর্ধিত ছিলেন সাগর মিত্র ও প্রদীপ কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন সুজিত কুমার দাশ, অজিত দাশ, সুজিত সরকার (বাবুল), শ্রদীপ কুমার ধর, সুজিত দাশ, সুজিত সরকার, অ্যাড. খোকন আইস (অমিত)। দুলাল দাশ (দুলু), চন্দন দাশ, কাজল মিত্র, মাস্টার শম্ভুনাথ চক্রবর্তী, প্রদীপ মল্লিক, সুনীল দাশ আকাশ, সঞ্জীব বোস, সুমন দাশ, পিন্টু দাশ আদর, রুমন দাশ প্রমুখ। কৃষ্ণপদ গোস্বামীর পৌরহিত্যে অধিবাস কীর্তন পরিচালনা করেন বিপ্লব চক্রবর্তী। বিজ্ঞপ্তি