সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপবাসীর স্বপ্ন ফেরি কপোতাক্ষ পরীক্ষামূলকভাবে গতকাল বুধবার বাঁশবাড়িয়া থেকে গুপ্তছড়া ঘাটে চালানো হয়েছে। ফেরি কপোতাক্ষ চালিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছেছেন চালক সন্দ্বীপেরই সন্তান সামছুল আলম সাইফুল।
তিনি জানান, ‘বুধবার ১৯ মার্চ দুপুর ১টা ৪০ থেকে ৪৫ মিনিটের দিকে বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছে ফেরি।’
তিনি আরও জানান, যখন যাত্রীবাহী ও মালবাহী গাড়ি পূর্ণ করে যাত্রা শুরু হবে তখনও একই সময় লাগবে এ নৌপথ পাড়ি দিতে। ফেরি কপোতাক্ষ পরীক্ষামূলক যাত্রাকালীন সময়ে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি’র নির্বাহী প্রকৌশলী এএসএম আশরাফুজ্জামান ও চট্টগ্রামের সহকারী পরিচালক (বন্দর) কামরুজ্জামান। এ সময় তারা জানান, মূল উদ্বোধনের আগে এ রকম কয়েকটি পরীক্ষামূলক যাত্রার কার্যক্রম চালানো হবে। জোয়ার-ভাটার সময় হিসাব করে জোয়ারের কতক্ষণ আগে বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রা শুরু করতে হবে তা ঠিক করা হবে। আপাতত জোয়ারের সময়কে সামনে রেখে চলাচল করবে ফেরি। ফেরি কপোতাক্ষ সন্দ্বীপ এসে পৌঁছালে স্বাগত জানাতে এসময় গুপ্তছড়া ঘাটে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। তিনি জানান, ফেরি কপোতাক্ষ ও ফেরির জন্য নির্মিত অবকাঠামো উভয় পাশের জেটি ব্যবহার করে একদিকে সন্দ্বীপবাসীর উঠা-নামার ভোগান্তি দূর হবে অন্যদিকে নৌ যাত্রা হবে নিরাপদ।