সদ্ধর্মপ্রেমী বর্ষীয়ান সমাজ বিনির্মাতা, তেকোটা গ্রাম উন্নয়নের রূপকার প্রয়াত পরিমল কান্তি বড়ুয়ার স্মরণে অষ্টপরিষ্কার সমেত মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। পরিমল কান্তি বড়ুয়া গত ২৪ জুন প্রয়াত হয়েছেন। ২৮ জুন সংঘদানে আশীর্বাদক ছিলেন সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। সভাপতিত্ব করেন ভদন্ত শীলভদ্র মহাথের। প্রধান অতিথি ছিলেন পন্ডিত বসুমিত্র মহাথের। উপস্থিত ছিলেন প্রফেসর ড. জিনবোধি মহাথের, অধ্যাপক ড.জ্ঞানরত্ন মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ভদন্ত সুমেধানন্দ মহাথের প্রমুখ। তেকাটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণ সেন মহাথের এর সঞ্চালনায় ও তেকোটা সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থের উদ্বোধন দেশনা এবং প্রয়াত পরিমল কান্তি বড়ুয়ার কনিষ্ঠ সন্তান ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষুর পুণ্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি