পরিবেশের অভিযান লোহাগাড়ায় ৩ জনকে জরিমানা

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুনতি ও চরম্বা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়ায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল জানান, চরম্বা ইউনিয়নের বিবিরবিলা ও চুনতি ইউনিয়নের ৫টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় শ্রেণির ভূমি কর্তনের দায়ে এক স্পটে দু’জনকে ২০ হাজার টাকা এবং অন্য আরেক স্পটে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য স্পটগুলোতে প্রমাণ সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড় কর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।