পরিবারের বলা-না বলা কথা জানাবেন গুলতেকিন ও নুহাশ হুমায়ূন

1

গুলতেকিন খান একজন প্রজ্ঞাবান সাহিত্যিক; যিনি মূলত কবিতা, অনুবাদ, উপন্যাস ও চিত্রনাট্য রচনার জন্য সুপরিচিত। ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হিসেবে তার অভিষেক হয়। প্রথম বইটিই পাঠক মহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তীতে তার লেখা অনুবাদ কাব্যগ্রন্ধ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়। চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও তিনি ভীষণ প্রশংসিত হয়েছেন; তার ছেলে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ ওয়েব সিরিজে। নুহাশ হুমায়ূনের শুধুমাত্র ‘পেট কাটা ষ’ সিরিজের দুই সিজনের মাধ্যমেই পেয়েছেন দেশ-বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার। একজন বাংলাদেশি হিসেবে তিনি এখন রাইটার্স গিল্ড অফ আমেরিকার গর্বিত সদস্য।