গত ২২ নভেম্বর জুবিলী রোডস্থ বনফুল চত্বরে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ডা. শাহাদাত হোসনকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে হকাররা ব্যবসা করবে এবং তারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স প্রদান পূর্বক নগর উন্নয়নে কাজ করবে। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশবান্ধব নগর হিসেব গড়ে তুলতে হকারদের ভূমিকা অপরিসীম। তাই হকারদের সিনিয়র নেতৃবৃন্দসহ ত্রিমাত্রিক আলোচনা করে তাদেরকে ট্রেড লাইসেন্স-এর আওতায় এনে রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে দৃঢ় করতে হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহŸায়ক ইয়াছিন চৌধুরী লিটন। সংগঠনের সভার সভাপতি মো. জসিম মিয়া চট্টগ্রামের হকারদের ৬ দফা দাবি উপস্থাপন করে বলেন, মানবিক বিবেচনায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পুনর্বাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হকারদের পূর্বের ন্যায় নগরীর ফুটপাতে ব্যবসা করার সুযোগ প্রদান করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তে হকার উচ্ছেদকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে হকারদের বিরুদ্ধে গণহারে আসামী দিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন ও ফুটপাত হকার্স সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকের হোসেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি আবু তাহের আহমেদ, চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের সভাপতি হারুন অর রশিদ, আবুল খায়ের টিটু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক হকার বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. সেলিম, আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের সাবেক আহŸায়ক মো. রাজীব, হকার নেতা মো. রিয়াদ হোসেন, মো. মাইন উদ্দিন, মো. আবুল কালাম, আব্দুল শুক্কুর, মো. বাবুল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি