গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর (ক.) ১১৯তম উরস্ শরিফ উপলক্ষে দরবারে গাউসুল আযম মাইজভান্ডারী গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে ১০ দিনব্যাপি কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ৩ জানুয়ারি নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে ১৯টি ইভেন্টে ৮ সহগ্রাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১০ জানুয়ারি নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ সহগ্রাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ১১ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে ১১তম উলামা সংলাপ, ১১ জানুয়ারি ষোলশহর এলজিইডি মিলনায়তনে ‘দি মেসেজ’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল, ১২ জানুয়ারি আত্মোন্নয়নমূলক ও তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া’র উদ্যোগে সেমিনার, ১৩ জানুয়ারি গাউসুল আযম হযরত মাওলানা শাহ্্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর (ক.) জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ১৬ জানুয়ারি মহিলা মাহফিল, ১৭ জানুয়ারি মসজিদে খতমে কোরআন এবং মিলাদ মাহফিল আয়োজন, ১৮ জানুয়ারি আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, ২১ জানুয়ারি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও উরসের প্রধান দিবস ২৪ জানুয়ারি পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। ন্যায্যমূল্যে খাবারের দোকান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অযু ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, উপদেশ ও দিকনির্দেশনা সম্বলিত প্রচার-প্রচারণারও ব্যবস্থা ছিল। ২৫ জানুয়ারি ভোর ৫টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শানÑই আহমদীয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ১০ দিনব্যাপি কর্মসূচি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি