বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদেশে আর কোন ফ্যাসিবাদ ও ফ্যাসিস্টের জায়গা হবে না। ষড়যন্ত্রকারী যতই শক্তিশালী হোক তাদের নিশ্চিহ্ন করতে হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি। ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। এদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিন। আওয়ামী সন্ত্রাসী কেউ দলে ভিড়ে যাতে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আরিফ মেহেদী, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম-আহবায়ক এম এনাম হোসেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, রাউজান উপজেলা বিএনপি নেতা বিধান বড়–য়া, চট্টগ্রাম মহানগর কৃষক দল নেতা মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। বিজ্ঞপ্তি