বোয়ালখালীর শ্রীপুর কল্যাণ সংঘের উপদেষ্টা সমর মল্লিক ও সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক টিটু মল্লিকের মাতা মেরি মল্লিক (৮০) গত ৩০ মে রাত ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে শ্রীপুর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন বিকালে পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী ২৯ জুন প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও আদ্য শ্রাদ্ধানুষ্ঠান প্রয়াতের বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, শ্রীপুর কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পাল ও সাধারণ সম্পাদক পলাশ মল্লিক, শ্রীপুর শিববাড়ি পরিচালনা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি