রাঙ্গুনিয়া উপজেলার লালানগর বসাকপাড়া নিবাসী সমাজসেবক অলক বসাকের মাতা মিনতি বসাক (৮০) সোমবার (২ জুন) ২ টায় নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন পদুয়া বসাক পাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি অরুক বসাক, দোহাজারী রামঠাকুর আশ্রমের সভাপতি এডভোকেট অনিল বসাক। মিনতি বসাক চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুলের মাস্টার রূপক বসাকের মাতা।