গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগীশিক জীবন সদস্য শ্রীমতি নিরুপমা দেবনাথ নিপা (৪৮) গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। ১৯ অক্টোবর সকালে নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশানে তাঁকে সমাধিস্থ করা হয়। তাঁর মৃত্যুতে বাগীশিক প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটির মহাসচিব ড. শ্রীরাম আচার্য, গীমাস প্রতিষ্ঠাতা পলাশ কান্তি নাথ রণী, সাধারণ সম্পাদক শিল্পী আচার্য, সনাতনী নারী জাগরণ পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়াংকা বল দেবী সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি