পরলোকে ডাক্তার রবীন্দ্র লাল চৌধুরী

314

গ্লাক্সো বাংলাদেশ লিমিটেডের অবসরপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডা. রবীন্দ্র লাল চৌধুরী (৯৭) গত ২৭ মার্চ সকাল ৯টা ১০ মিনিটে নগরীর কাতালগঞ্জস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি কন্যা ডা. বনানী চৌধুরী, জামাতা অধ্যাপক ডা. খোকন কান্তি দাশ, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন নগরীর অভয়মিত্র মহাশ্মশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি নগরীর দেওয়ানজী পুকুরপাড় শ্রীশ্রী নিগমানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা ও নিগমানন্দ সারস্বত সংঘের সভাপতি, রাউজানের আঁধারমানিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও আঁধারমানিক উন্নয়ন পরিষদের সভাপতি, প্রবর্ত্তক সংঘ ও বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন ম্যানেজিং কমিটির সদস্য, হাটহাজারী পুন্ডরিক স্মৃতি সংসদের ভাইস প্রেসিডেন্ট, হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক ট্রাস্টী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি