পবিত্র হজ : সৌদি পৌঁছেছেন ৭৬৩২৪ জন

1

চলতি বছর এ পর্যন্ত হজ করতে গেছেন ৭৬ হাজার ৩২৪ জন; এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৯৭টি ফ্লাইটে তারা সৌদি আরবে গেছেন বলে গতকাল শুক্রবার ধর্ম মন্ত্রণালয় সবশেষ বুলেটিনে জানিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি ফ্লাইটে ৩৮ হাজার ৯৯৭ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৭২টি ফ্লাইটে ২৭ হাজার ৫২৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৪টি ফ্লাইটে ৯ হাজার ৭৯৮ হজযাত্রী পরিবহন করেছে। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৫ হাজার ৮৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭১ হাজার ২৩৯ জন। খবর বিডিনিউজের
হজের প্রাক ফ্লাইট শুরু হয় গত ২৯ এপ্রিল। ৩১ মে ফ্লাইট শেষ হওয়ার কথা থাকলেও ‘বিশেষ কারণে’ একদিন বাড়ানোর কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে ফিরতি ফ্লাইটে কোনো নড়চড় হয়নি। আগামি ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১০ জুলাই শেষ হবে। আগামি ৫ জুন হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
চলতি বছর হজে যেতে নিবন্ধন করেন ৮৭ হাজার ১০০ জন। সব হজযাত্রীর ভিসা অনুমোদন হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। মোট হজযাত্রীর ৯৪ শতাংশ এরইমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
হজে গিয়ে সবশেষ মারা গেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা মো. শাহাদাত হোসেন পাঠান। তিনি মক্কায় অবস্থানকালে গত মঙ্গলবার মারা গেছেন। হজে গিয়ে প্রাণ হারানোদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন ছয়জন ও মদিনায় ছয়জন মারা গেছেন।