ফটিকছড়ি প্রতিনিধি
যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য্য মাইজভান্ডার দরবার শরীফে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। দূর দূরান্ত থেকে আশেক ভক্তরা রাতে দরবার শরীফে হাজির হয়ে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগি করেছেন। আশেক ভক্তরা গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারি রওজা, হযরত শাহছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি (বাবা ভান্ডারি) রওজা, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) রওজাসহ অন্যানো রওজা জিয়ারতে মশগুল থাকতে দেখা যায়। তাছাড়া স্ব স্ব মঞ্জিলের সাজ্জাদানশীনগণদের সাথে দেখা করেন আশেক ভক্তরা। রাতে মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজাদ্দানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি (ম.), গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মোন্তাজেম, সাজাদ্দানশীন সৈয়দ ডা. দিদারুল হক মাইজভান্ডারি (ম.), মোন্তাজেমে দরবার সাজ্জাদানশীন সৈয়দ শহিদুল হক মাইজভান্ডারি (ম.), সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারির পক্ষে পুত্রগণ সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারি (ম.), সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভান্ডারি (ম.), নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.), গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মো. হাসান মাইজভান্ডারি (ম.), গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি (ম.), গাউছিয়া মঈনিয়া মঞ্জিলের সাজাদানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি (ম.), গাউছিয়া গায়েবিধন মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ আবুল মুনসুর মাইজভান্ডারি (ম.), নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুর রহমান (মিজান) মাইজভান্ডারি (ম.), গাউছিয়া সামস মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ গোলাম মরতুজা মাইজভান্ডারি (ম.), নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ আবু ছালেহ জঙ্গি মাইজভান্ডারি (ম.)। এছাড়া অন্যানো মঞ্জিলের সাজ্জাদানশীনগণও মুনাজাত পরিচালনা করেন। এসময় আশেক- ভক্তরা উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা উপজেলার প্রতিটি মসজিদে জামাতে নামাজ আদায় করেন। পরে প্রিয়জনদের কবর জিয়ারত করেন মুসল্লিরা।