পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি

1

রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় রাজাভুবন খন্ডলিয়া পাড়া স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজিত র‌্যালিতে অংশ নেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার সর্ব মুসলিম সম্প্রদায়। র‌্যালিটি খন্ডলিয়া পাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট বাজার মোড়ে সমবেত হয়।
পরে আয়োজিত সভায় মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেবিসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ ওসমান গনি, শিক্ষনুরাগী ও পরিবেশ সংগঠক আবুবকর সিদ্দিকী মোরশেদ, মোহাম্মদ ছৈয়দ, প্রবাসী মোহাম্মদ জাকারিয়া, ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মশদ্ধির মাস, মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মাস। আমরা সবাই একত্রে, আল্লাহর ইচ্ছায়, এই মাসের তাৎপর্যপূর্ণ শিক্ষা গ্রহণ করি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করি।
শেষে সংগঠনের পক্ষ থেকে অর্ধশত হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি
দীঘিনালা: আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানুল মোবারক স্বাগত জানিয়ে খাগড়াছড়ি দীঘিনালায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
১ মার্চ বিকাল সাড়ে ৫টায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত আয়োজনে কবাখালী বাজারের কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখানা মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে আহলান সাহলান মাহে রমজানুল মোবারক’র শ্লোগানে পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হয়। কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখানা মাদ্রাসার সামন থেকে র‌্যালিটি করে কবাখালী বাজার প্রদক্ষিণ করে। পরে কবাখালী বাজারের বটগাছের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সিনিয়র সহ সভাপতি হাফেজ মাও. মুহাম্মদ ছবুর আল কাদেরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মাও. মুহাম্মদ আসলাম উদ্দিন, কবাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আমির হোসেন দুলাল। এতে উপস্থিত ছিলেন- দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কোষাধক্ষ্য মাও. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাও. সেলিম উদ্দিন, কবাখালী জালালাবাদ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আব্দুর ছাত্তার, মাও. মো. রফিকুল ইসলাম প্রমুখ। এতে বক্তরা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা দিনের বেলা পানাহার থেকে বিরত থাকব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকল প্রকার পাপ কাজ থেকে আমরা বিরত থাকব। দীঘিনালা প্রতিনিধি