পূর্বদেশ ডেস্ক
পূর্বাভাস ছিল বৃষ্টি হতে পারে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে নাগরিক জীবনে। তবে ঈদের আনন্দে তা প্রভাব ফেলতে পারেনি। ব্যাপক আনন্দময় পরিবেশে ঈদ উদ্যাপিত হয়েছে সর্বস্তরে।
চট্টগ্রাম নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী ও সোলায়মান আলম শেঠসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা নামাজ আদায় করেন। ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার যুব সমাজের সুশিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে। এই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি। বাংলাদেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে।
দ্বিতীয় জামাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম।
এছাড়াও বহদ্দারহাট শাহী জামে মসজিদে সকাল ৮ টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। নামাজ আদায়ের পর মেয়র বলেন, ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয়, তা সমাজে বাস্তবায়ন করতে হবে। সিয়াম সাধনার মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি সে শিক্ষা ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের সকলের উচিত- ঈদের এই পবিত্র উৎসবে সকলের প্রতি সহানুভ‚তি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সা¤প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামির বাংলাদেশ হবে অসা¤প্রদায়িক।
এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়। সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ্ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত¡াবধানে ১টি করে প্রধান ঈদ জামাত মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে। ইমামতি করেন নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
এসময় দেশ-জাতি ও সারা বিশ্বের নির্যাতিত মুসলিম জনগণের শান্তি কামনায় দোয়া করা হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয় মাঠ প্রাঙ্গণ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। খবর বাংলানিউজের
নামাজ আদায় করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) তানভীর আল নাসিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ খান, সিনিয়র সহকারী কমিশনার (ভ‚মি অধিগ্রহণ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরাফাত সিদ্দিকী, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) এসএম শামীম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মাজহারুল ইসলাম, পিএসটু বিভাগীয় কমিশনার এস এম অনীক চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হুছাইন মুহাম্মদ, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির মো. জামাল উদ্দিন, বিভাগীয় ও জেলা প্রশাসনের মুসলিম কর্মচারীসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ অন্যান্যরা। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর ডিসি হিলস্থ সরকারি বাংলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।