‘পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে পরিপূর্ণ সেবা পাবেন রাঙামাটির মানুষ’

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। শনিবার বিকালে শহরের বিজয় স্মরণী এলাকায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এমরান হোসাইন।
প্রধান অতিথি কৃষিবিদ কাজল তালুকদার বলেন, রাঙামাটিতে একটিমাত্র সরকারি হাসপাতাল ছাড়া ভাল মানের আর কোন হাসপাতাল ছিল না। পপুলার ডায়াগনস্টিক এন্ড বেসরকারি হসপিটালটি স্বাস্থ্যসেবার মান বজায় রাখবে। এ ধরনের বেসরকারি হসপিটাল যেন আরো গড়ে উঠে সে লক্ষ্যে সিভিল সার্জনের সহযোগিতা কামনা করেন তিনি। পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের সাফল্য কামনা করেন তিনি। পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ডা. বিজন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লে. কর্ণেল (অব.) কর্মকর্তা কীর্তি রঞ্জন চাকমা, রাঙামাটির সাবেক সিভিল সার্জন ডা. উদয়ন শংকর দেওয়ান, রানীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাজীব মজুমদার, ডা. পম্পি চাকমা, হসপিটালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কীর্তি রঞ্জন চাকমা বলেন, রাঙামাটিতে দেখার মত ও করার মত অনেক কিছু রয়েছে। আমরা চাইলে রাঙামাটিতে এ ধরনের উন্নতমানের চিকিৎসালয় গড়ে তুলতে পারি।
ডা. উদয়ন শংকর দেওয়ান বলেন, রোগীসেবায় পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল যদি তাদের মান ধরে রাখতে পারে তাহলে প্রতিষ্ঠানটি উন্নতি লাভ করতে পারবে। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেন এই এলাকার লোকজনকে ছাড় দেওয়া হয়। বড় বড় পরীক্ষা নিরীক্ষাগুলোর জন্য আর চট্টগ্রাম যেতে হবে না। এখন থেকে পরিপূর্ণ সেবা পাবেন রাঙামাটির মানুষ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এমরান হোসাইন বলেন, রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।
রাঙামাটি মেডিকেল কলেজের লেকচারার ডা. পম্পি চাকমা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় রাঙামাটিবাসীর সেবার মান সুনিশ্চিত করতে হবে। আমি সেবা প্রদানে সবসময় আপনাদের পাশে থাকবো। হসপিটালের ডেপুটি ডাইরেক্টর মাহবুব এলাহী বলেন, এই হসপিটাল ৩৮ জনের হাত ধরে সূচনা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে হসপিটালটি আগামীতে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখবে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. বিজন চন্দ্র তালুকদার বলেন, রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে যন্ত্রপাতি একদম নতুন। ২৪ ঘন্টা খোলা থাকবে পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল।