দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ আনন্দঘন পরিবেশে ২২ জানুয়ারি ২০২৫ এ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী পর্বে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, শিক্ষানুরাগী লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মো. নাসির উদ্দিন ও কলেজ গভর্নিং বডির সদস্য সমাজ ও সাংস্কৃতিক সংগঠক আলোকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহŸায়ক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।