হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকি টুর্নামেন্টের ৯ম ও ১০ম আসরে যথাক্রমে অপরাজিত চ্যাম্পিয়ন, রাণার্স-আপ হওয়ায় এনায়েত বাজারের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন পদাতিক তাদের হকি খেলোয়াড়দের সংবর্ধিত করেছে। গতকাল সন্ধ্যায় এম.এ.আজিজ স্টেডিয়াম শপিং কমপ্লেক্সস্থ ক্লাব- ৯৬ কার্যালয়ে অনুষ্ঠিত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় ম্যানেজার এবং সংগঠনের আহবায়ক, মোহাম্মদ মোশফেকুর রহমান আরমানের সঞ্চালনায় এবং পদাতিক এর প্রতিষ্ঠাতা সদস্য সাঈদ হাসান সারওয়ার খসরুর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চীফ্ কোচ মহসিনুল হক চৌধুরী।
এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আসাদুর রহমান ,আবু তাহের , সাবের আহমেদ, তৌহিদ হাসান ইকবাল, সদস্য আবরার উর রহমান, ফারদিন হাসান তানজিম। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সাইদ হাসান খসরু।