স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে চান নাজমুল হাসান পাপন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক এ কথা জানিয়েছেন। বিসিবির ২৫ পরিচালকের মধ্যে বড় একটা অংশ আওয়ামী লীগের পরিচয়ধারী। নাজমুল হাসানসহ বেশ কয়েকজন সংসদস সদস্যও।
আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর পালাতে শুরু করেন এমপি-মন্ত্রীরাও। কয়েকজন তো পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই দেশ ছাড়েন। নাজমুল হাসান লন্ডনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বোর্ডের আরও কয়েকজন পরিচালকও রয়েছেন আত্মগোপনে। অর্ন্তর্বতীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে আসা ছয় পরিচালক সচল থাকলেও কর্মপরিধি সীমাবদ্ধ। এ মুহুর্তে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বোর্ডে পরিবর্তন আনা হলেও আপত্তি নেই তাদের অনেকের। তবে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ যেনো নেমে না আসে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী, কোনো বোর্ডে পরিবর্তন আনতে হবে সেই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী। সরকারি হস্তক্ষেপ থাকা যাবে না।