পতেঙ্গা সৈকতে অজ্ঞাত নারীর লাশ

2

নিজস্ব প্রতিবেদক

পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। তাকে আগের রাতেই খুন করে লাশ সৈকতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, চরপাড়ায় সৈকতে পাথরের ব্লকে আটকে ছিল লাশটি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে সালোয়ার-কামিজ ছিল।তিনি জানান, নিহত নারীর বাম চোখে ও হাতে গুরুতর জখমের চিহ্ন আছে। আমাদের ধারণা, তাকে মঙ্গলবার রাতে কেউ হত্যা করে লাশ সৈকতে ফেলে গেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন হয়েছে। স্থানীয় কেউ ওই নারীকে চিনতে পারছেন না। স্বজন পরিচয়ে কেউ লাশ শনাক্তও করেননি। আমরা অজ্ঞাত হিসেবেই লাশটি উদ্ধার করেছি। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক বিভাগের একটি টিম মৃত নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।