পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার গত ১০ অক্টোবর বিকাল ৪ টায় মরহুম সোলাইমান কন্টাক্টর জামে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেক কোম্পানী। মুসলিমাবাদ এলাকা দিয়ে চরপাড়া যাতায়াতের সংযোগ সড়কসহ তিনটি রোডের উন্নয়নের বিষয়ে আট অক্টোবর মেয়রকে জানালে তিনি পরদির্শন করে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। তারই ধারাবাহিকতায় আব্দুল বারেক মুসলিমাবাদে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর সাথে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিটি করর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী মো. নূর সোলাইমান। এতে আরো উপস্থিত ছিলেন, মো. আব্দুল হক,মো. ওসমান,মো.বাল্লা,মো. শাহাদাত, মো. সাকিব, মো.হানিফ প্রমুখ। বিজ্ঞপ্তি